Khulna Agricultural University

text of the printing and typesetting industry been the industry’s.

Screenshot 2025-07-21 172156
খুকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি (শুক্রবার) প্রথম প্রহরে হাদিসপার্কস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় খুকৃবি উপাচার্য বলেন, যাদের রক্তের বিনিময়ে আমাদের ভাষা, আমাদের সম্মান অর্জিত হয়েছে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি। মহান একুশ আমাদের মুখের ভাষা দিয়েছে, আমাদের দৃঢ়তা দিয়েছে, যে দৃঢ়তার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে আমরা যে শপথ নিয়েছি, সেই শপথকে আমাদের রক্তে ধারণ করতে হবে। কোনো ত্যাগই বৃথা যায় না, যেকোনো ত্যাগই কোনো এক সময়ে গিয়ে মানুষের কাছে মূল্যায়িত হয়। আমাদের ভাষা শহীদদের ত্যাগও আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা এনে দিয়েছে।

https://www.bd-bulletin.com/news/120660