Khulna Agricultural University

text of the printing and typesetting industry been the industry’s.

Screenshot 2025-08-06 121215
নানা আয়োজনে খুকৃবি-তে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টায় দৌলতপুরস্থ দেয়ানায় মধ্যপাড়ায় অবস্থিত অস্থায়ী ক্যাম্পাস-১ এ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি স্মারক ভিডিও প্রদর্শনী এবং আন্তঃঅনুষদ জুলাই গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সর্বশেষ দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি সমাপ্ত হয়।
এ সকল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মাধ্যমে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনব্যবস্থা অবসান ঘটে এবং নতুন বাংলাদেশ গড়ার ঐক্য প্রতিষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “২০২৪ সালের জুলাই মাসে যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল, সেটির চূড়ান্ত সফলতা অর্জিত হয় ৫ আগস্ট। তার ধারাবাহিকতায় আজ এক বছর হলো আমরা স্বৈরশাসনমুক্ত হয়েছি। এই অভ্যুত্থানের মূল প্রতিপাদ্য ছিল শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। যদিও এটি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি, তবে এর যাত্রা অব্যাহত রয়েছে। এ জন্য এখনো অনেক কাজ বাকি আছে। আমরা আশা করবো বর্তমান সরকার, রাজনৈতিক দল ও সুশীল সমাজ সবাই মিলে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য যথাযথ পদক্ষেপ নেবেন। তবেই জুলাই অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের আত্মা শান্তি পাবে।”

ট্রেজারার বক্তব্যে তিনি বলেন, “৫ আগস্ট আজ এক বছরের পূর্তি। আমি সশ্রদ্ধচিত্তে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আজকের এই দিনে ২৪-এর বিজয়ী সকলকে, বিশেষ করে খুকৃবি পরিবারের বিজয়ীদের জানাই লাল সালাম ও অভিনন্দন।”

https://observerbangla.com/news/123688